সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

(বাঙালী জাতির অভ্যুদ্বয় )

Questions & Answers (বাঙালী জাতির অভ্যুদ্বয় )

প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উঃ শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।
প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উঃ পাঠান আমলে।
প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের
প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উঃ সপ্তম শতকে।
প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উঃ গুপ্ত যুগে।
প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উঃ সম্রাট অশোকের আমলে।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উঃ তিনটি জনপদে।
প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।
প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত।
প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উঃ অষ্ট্রিক।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?
উঃ তাম্র যুগের।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
উঃ ১৯২২ সালে।
প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
উঃ লুম্বিনী (নেপাল)।
প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উঃ শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।
প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উঃ পাঠান আমলে।
প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের
প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উঃ সপ্তম শতকে।
প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উঃ গুপ্ত যুগে।
প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উঃ সম্রাট অশোকের আমলে।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উঃ তিনটি জনপদে।
প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।
প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত।
প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উঃ অষ্ট্রিক।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?
উঃ তাম্র যুগের।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
উঃ ১৯২২ সালে।
প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
উঃ লুম্বিনী (নেপাল)।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭

আন্তর্জাতিক বিষয়

আর্ন্তজাতিক দিবসসমূহ


আর্ন্তজাতিক শুল্ক দিবস -- ২৬ জানুয়ারী
আর্ন্তজাতিক জলাভূমি দিবস -- ০২ ফেব্রুয়ারী
বিশ্ব ক্যান্সার দিবস -- ০৬ ফেব্রুয়ারী
বিশ্ব ভালবাসা দিবস -- ১৪ ফেব্রুয়ারী
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস -- ২০ ফেব্রুয়ারী
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস -- ২১ ফেব্রুয়ারী
আল কুদস দিবস -- ২৪ ফেব্রুয়ারী
আর্ন্তজাতিক নারী দিবস -- ০৮ মার্চ
বিশ্ব পঙ্গু দিবস -- ১৫ মার্চ
বিশ্ব বন দিবস -- ২১ মার্চ
বর্ণবৈষম্য বিরোধী আর্ন্তজাতিক দিবস -- ২১ মার্চ
বিশ্ব কবিতা দিবস -- ২১ মার্চ
বিশ্ব পানি দিবস -- ২২ মার্চ
বিশ্ব আবহাওয়া দিবস -- ২৩ মার্চ
বিশ্ব যক্ষা দিবস -- ২৪ মার্চ
বিশ্ব নাট্য দিবস -- ২৭ মার্চ
বিশ্ব স্বাস্থ্য দিবস -- ০৭ এপ্রিল
ধরিত্রী দিবস -- ২২ এপ্রিল
বিশ্ব বই ও কপি রাইট দিবস -- ২৩ এপ্রিল
আর্ন্তজাতিক ম্যালেরিয়া দিবস -- ২৫ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস -- ২৬ এপ্রিল
আর্ন্তজাতিক নৃত্য দিবস -- ২৯ এপ্রিল
মে দিবস -- ০১ মে
বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস -- মে মাসের ১ম মঙ্গলবার
বিশ্ব হাঁপানী দিবস -- ০৩ মে
আর্ন্তজাতিক অগ্নি নির্বাপণকারী দিবস -- ০৪ মে
বিশ্ব রেডক্রস দিবস -- ০৮ মে
আর্ন্তজাতিক নার্স দিবস -- মে মাসের ২য় শনিবার
বিশ্ব সুষ্ঠু বানিজ্য দিবস -- ১২ মে
আর্ন্তজাতিক পরিবার দিবস -- ১৫ মে
বিশ্ব টেলিযোগাযোগ দিবস / বিশ্ব তথ্য সমাজ দিবস -- ১৭ মে
আর্ন্তজাতিক জাদুঘর দিবস -- ১৮
বিশ্ব মা দিবস -- মে মাসের ২য় রবিবার
কমনওয়েলথ দিবস -- ২৪ মে
জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস -- ২৯ মে
বিশ্ব ধুমপান বর্জন দিবস -- ৩১ মে
নিরিহ শিশু নির্যাতন দিবস -- ০৪ জুন
বিশ্ব পরিবেশ দিবস -- ০৫ জুন
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস -- ০৮ জুন
বিশ্ব ব্রেইন টিউমার দিবস -- ০৮ জুন
আর্ন্তজাতিক শিশু শ্রম বিরোধী দিবস -- ১২ জুন
বিশ্ব রক্তদাতা দিবস -- ১৪ জুন
বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস -- ১৭ জুন
আর্ন্তজাতিক বনভোজন দিবস – ১৮ জুন
বিশ্ব শরনার্থী দিবস – ২০ জুন
আর্ন্তজাতিক সংগীত দিবস –২১ জুন
জাতিসংঘ জনসেবা দিবস -- ২৩ জুন
বিশ্ব বাবা দিবস -- জুন মাসের ৩য় বরিবার
মাদক বিরোধী আর্ন্তজাতিক দিবস -- ২৬জুন
আর্ন্তজাতিক সমবায় দিবস -- জুলাই-১ম শনিবার
বিশ্ব জনসংখ্যা দিবস -- ১১ জুলাই
বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস --০১ আগস্ট
হিরোশিমা দিবস -- ০৬ আগস্ট
বিশ্ব অধিবাসী দিবস -- ০৭ আগস্ট
নাগাসাকি দিবস -- ০৯ আগস্ট
আর্ন্তজাতিক আদিবাসী দিবস -- ০৯ আগস্ট
আর্ন্তজাতিক যুব দিবস -- ১২ আগস্ট
বিশ্ব সাক্ষরতা দিবস -- ০৮ সেপ্টম্বর
আর্ন্তজাতিক গনতন্ত্র দিবস -- ১৫ সেপ্টম্বর
আর্ন্তজাতিক ওজোন দিবস -- ১৬ সেপ্টম্বর
বিশ্ব নৌ দিবস -- ১৮ সেপ্টম্বর
বিশ্ব শান্তি দিবস -- ২১ সেপ্টম্বর
বিশ্ব পর্যটন দিবস -- ২৭ সেপ্টম্বর
বিশ্ব শিশু অধিকার দিবস -- ২৯ সেপ্টম্বর
বিশ্ব প্রবীণ দিবস -- ০১ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস -- ০৫ অক্টোবর
আর্ন্তজাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস -- অক্টোবর মাসের ২য় বুধবার
বিশ্ব ডাক দিবস -- ০৯ অক্টোবর
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -- ১০ অক্টোবর
বিশ্ব দৃষ্টি দিবস -- ১২ অক্টোবর
বিশ্ব মান দিবস -- ১৪অক্টোবর
বিশ্ব সাদা ছড়ি দিবস --১৫ অক্টোবর
আর্ন্তজাতিক গ্রামীণ মহিলা দিবস -- ১৫অক্টোবর
বিশ্ব হাত ধোয়া দিবস -- ১৫ অক্টোবর
বিশ্ব খাদ্য দিবস -- ১৬ অক্টোবর
আর্ন্তজাতিক দারিদ্র দূরীকরণ দিবস-- ১৭ অক্টোবর
আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস -- অক্টোবর মাসের ৩য় বৃহস্পতিবার
জাতিসংঘ দিবস -- ২৪ অক্টোবর
বিশ্ব উন্নয়ন তথ্য দিবস -- ২৪ অক্টোবর
বিশ্ব স্থাপত্য দিবস -- ২৯ অক্টোবর
বিশ্ব মিতব্যয়িতা দিবস -- ৩১ অক্টোবর
বিশ্ব ডায়াবেটিস দিবস -- ১৪ নভেম্বর
আর্ন্তজাতিক শিক্ষার্থী দিবস -- ১৭ নভেম্বর
আর্ন্তজাতিক শিশু দিবস -- ২০ নভেম্বর
বিশ্ব টেলিভিশন দিবস -- ২১ নভেম্বর
নারীর প্রতি সহিংসতা বর্জন দিবস -- ২৫ নভেম্বর
ফিলিস্তিন সংহতি দিবস -- ২৯ নভেম্বর
বিশ্ব এইডস দিবস -- ০১ ডিসেম্বর
আর্ন্তজাতিক দাসপ্রথা বিলুপ্ত দিবস -- ০২ ডিসেম্বর
বিশ্ব প্রতিবন্ধী দিবস -- ০৩ ডিসেম্বর
বিশ্ব স্বচ্ছাসেবক দিবস -- ০৫ ডিসেম্বর
আর্ন্তজাতিক বেসামরিক বিমান চলাচল দিবস -- ০৭ ডিসেম্বর
আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস -- ০৯ ডিসেম্বর
বিশ্ব মানবাধিকার দিবস -- ১০ ডিসেম্বর
আর্ন্তজাতিক পর্বত দিবস --১১ ডিসেম্বর
আর্ন্তজাতিক অভিবাসী দিবস -- ১৮ ডিসেম্বর
আর্ন্তজাতিক মানব সংহতি দিবস -- ২০ ডিসেম্বর

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যের ইতিহাস


আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?    উঃ ১৮০১ সাল থেকে।
(প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,
রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও
বাংলাদেশঃ ১৯৪৭-বর্তমান পর্যন্তু)   


বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?    উঃ সপ্তম শতাব্দী।           
পানিনি রচিত গ্রন্থের নাম কি?    উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।           
পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?    উঃ সংস্কৃত ভাষা।           
বাংলা ভাষার মূল উৎস কোনটি?    উঃ বৈদিক।           
বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?    উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।           
বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?    উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।           
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?    উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।           
ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?    উঃ প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে।   


কখন থেকে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয়?    উঃ আধুনিক যুগে।           
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?    উঃ পাঁচ হাজার বছর।           
আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি?    উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।           
বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?    উঃ বৈদিক ভাষা।           
বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?    উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।           
কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?    উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।           
কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?    উঃ ব্যাকরণবিদ পানিনি।           
সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?    উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ সময়ে।           
কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?    উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে
জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।   


প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয়, তার নাম কি?    উঃ অপভ্রংশ।           
সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে?    উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ।           
কখন মাগবী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়?    উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।           
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?    উঃ গৌড় অপভ্রংশ থেকে।           
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?    উঃ মাগধী প্রাকৃত।           
প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?    উঃ তিনটি।           
বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?    উঃ তিনটি।           
বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?    উঃ ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর।           

MATH 4

Math Question Set 4

151. Which of the following integers has the most divisors?

(a) 88
(b) 91
(c) 95
(d) 99



152. Successive discount of 20% and 15% are equal to a single discount of-

(a) 30%
(b) 32%
(c) 34%
(d) 35%



153. বার্ষিক ৪ ১ ২ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

(a) ৪৫৮ টাকা
(b) ৬৫০ টাকা
(c) ৭০০ টাকা
(d) ৭২৫ টাকা



154. x y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y x হবে?

(a) 2y² - x² xy
(b) x² + 2y² xy
(c) x² - 2y² xy
(d) x² - y² xy



155. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনার পরিমাণ : তামার পরিমাণ ৩:১। তাতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?

(a) ৬ গ্রাম
(b) ৫ গ্রাম
(c) ৪ গ্রাম
(d) ৮ গ্রাম



156. AB ও CD সরলরেখায় 'O'বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?

(a) AOD = BOC
(b) AOD = BOD
(c) BOC = AOC
(d) AOD > BOC



157. a+b+c=9, a²+b²+c²=29 হলে ab+bc+ca এর মান কত?

(a) 52
(b) 46
(c) 26
(d) 22



158. a²+b²-c²+2ab a²-b²+c²+2ac = কত?

(a) a+b+c
(b) a+b-c a-b+c
(c) a-b+c a+b-c
(d) a+b-c a+b+c



159. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত?

(a) ৪ সে.মি
(b) ৫ সে.মি
(c) ৭ সে.মি
(d) ৮ সে.মি



160. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে?

(a) ৮% (বৃদ্ধি)
(b) ৮% (হ্রাস)
(c) ১০৮% (বৃদ্ধি)
(d) ১০৮% (হ্রাস)



161. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

(a) ১ ২ (ভূমি x উচ্চতা)
(b) দৈর্ঘ্য x প্রস্থ
(c) ২ (দৈর্ঘ্য x প্রস্থ)
(d) ভূমি x উচ্চতা



162. a m . a n = a m+n কখন হবে?

(a) m ধনাত্মক হলে
(b) n ধনাত্মক হলে
(c) m ও n ধনাত্মক হলে
(d) m ধনাত্মক ও n ঋনাত্মক হলে



163. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল হবে -

(a) √3 4 a²
(b) √3 2 a²
(c) 3 2 a²
(d) 1 2 a



164. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

(a) ২৩
(b) ২৪.৫
(c) ২৫
(d) ২৬.৫



165. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(a) ৫০%
(b) ৩৩%
(c) ৩০%
(d) ৩১%



166. ত্রিভুজ ABC -এর BE=FE=CF। AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC-এর ক্ষেত্রফল কত বর্গফুট?

(a) ৭২
(b) ৬০
(c) ৪৮
(d) ৬৪



167. ৬০ লিটার কেরোসিন ও পে্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩।ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?

(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ৯৮



168. ১৯, ৩৩, ৫১, ৭৩ .. পরবর্তী সংখ্যাটি কত?

(a) ৮৫
(b) ১২১
(c) ৯৯
(d) ৯৮



169. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -

(a) ১৪ লিটার
(b) ৬ লিটার
(c) ১০ লিটার
(d) ৪ লিটার



170. ১৫÷১৫x১৫ ১৫÷১৫এর১৫ সরল করলে তার মান হবে -

(a) ০
(b) ১
(c) ২২৫
(d) ১ ২২৫



171. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ফুট। BC = ৬ফুট, CF= ৫ ফুট, DE = কত?

(a) ১৫ ফুট
(b) ১২ ফুট
(c) ২০ ফুট
(d) ১৮ ফুট



172. এক মিটার সমান কত ইঞ্চি?

(a) ৩৭.৩৯ ইঞ্চি
(b) ৩৯.৩৭ ইঞ্চি
(c) ৩৯.৪৭ ইঞ্চি
(d) ৩৮.৫৫ ইঞ্চি



173. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

(a) ২২%
(b) ২৫%
(c) ২০%
(d) ৩০%



174. যদি x²+hx+10 =0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

(a) ১০
(b) ৯
(c) -৯
(d) -২



175. [২-৩ (২-৩) -১ ] -১

(a) ৫
(b) -৫
(c) ১ ৫
(d) - ১ ৫



176. 30% of 10 is 10% of which ?

(a) 40
(b) 60
(c) 30
(d) 600



177. Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim ?

(a) 15
(b) 16
(c) 17
(d) 18



178. If you count 1 to 100, how many 5s will you pass on the way?

(a) 10
(b) 11
(c) 18
(d) 20



179. Divide 30 by half and 10. What do you get ?

(a) 25
(b) 45
(c) 55
(d) 70



180. If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed ?

(a) 0.8 mph
(b) 1.6 mph
(c) 2.4 mph
(d) 3.2 mph



181. A is thrice as good as workman as B and therefore is able to finish a job in 60 days less than B. Working together, they can do it in:

(a) 20 days
(b) 22.5 days
(c) 25 days
(d) 30 days
(e) 15 days



182. Riaz spent 20% of his income on taxes and 20% of the remainder on rent. What percent of his income he spent on rent?

(a) 12
(b) 14
(c) 16
(d) 18
(e) 15



183. What is the slope of the line that contains the points (1,3) and (4, -3)?

(a) -2
(b) -0.5
(c) 1
(d) 2
(e) 3



184. The price of corn rose 20% two years ago and 15% last year. What is the combined percent increase in price?

(a) 5%
(b) 17.5%
(c) 25%
(d) 35%
(e) 38%



185. The organizers of a fair projected 25% increase of visitors this year over that of the last year but the actual turnover was 20% less than of the last year. What percent of projected visitors attended the fair?

(a) 25%
(b) 45%
(c) 55%
(d) 64%
(e) 67%



186. 75% of students of a class answered Question No. 1 correct and 55% answered Question No. 2 correct and 20% answered neither question correctly. What percent of student answered both question correctly?

(a) 20%
(b) 25%
(c) 35%
(d) 45%
(e) 50%



187. The taxicab charges Tk. 4.60 for the first 0.2 miles of a trip and Tk. 1.20 for each 0.2 of a mile or a part there of. If the trip 2.5 miles one way and the waiting charge is Tk. 7.50 for 30 minutes or part thereof. What will be the fare for a round trip if the passenger waited for 70 minutes?

(a) 50
(b) 55
(c) 60
(d) 6.50
(e) 75



188. How many squares are there in a chess board if each player has got 16 pawns to play with?

(a) 64
(b) 128
(c) 204
(d) 256
(e) 552



189. Two planes leave the airport at the same time. Minutes later, plane A is 33 miles due north of the airport and plane B is 56 miles due east of the airport. How far apart are the two planes?

(a) 82
(b) 119
(c) 65
(d) 93
(e) 66



190. Which of the following terms does NOT describe the number 9?

(a) Prime
(b) Integer
(c) Real Number
(d) Whole number
(e) Rational number



191. A circular pool is filling with water. Assuming the water level will be 4ft deep and the diameter is 20 ft, what is the approximate volume of the water needed to fill the pool?

(a) 251.2 cubic feet
(b) 1,256 cubic feet
(c) 5,024 cubic feet
(d) 3,140 cubic feet
(e) 4,410 cubic feet



192. How many degrees does a minute hand move in 20 minutes?

(a) 20 degree
(b) 120 degree
(c) 60 degree
(d) 100 degree
(e) 90 degree



193. 150 + 150 = ?

(a) 45
(b) 20
(c) 25
(d) 600
(e) 300



194. 23. If the length and width of a rectangular garden plot were each increased by 20%, what would be the percent increase in the area of the plot?

(a) 20%
(b) 24%
(c) 36%
(d) 40%
(e) 44%



195. If x>0, y x and then what is the value of y in term of x?

(a) 1 x
(b) x
(c) x x
(d) x² x
(e) x 3



196. If x = -1, then x 4 – x 3 + x² x-1 = ?

(a) -3 2
(b) -1 2
(c) 0
(d) 1 2
(e) 3 2



197. In how many ways can the letters of the word, ‘ARRANGE’ be in which the two Rs and two As come together?

(a) 360
(b) 120
(c) 95
(d) 75
(e) 150



198. In the two consecutive numbers, one-fourth of the smaller one exceeds one-fifth of the larger one by 3. The numbers are:

(a) 36,37
(b) 13,12
(c) 64,65
(d) 24,25
(e) 75,76



199. By selling a book for Tk. 560, gain is as much percent as it cost taka. The cost price is:

(a) Tk. 400
(b) Tk. 40
(c) Tk. 360
(d) Tk. 140
(e) Tk. 500



200. A researcher computed the mean, median and standard deviation for a set of performance score. If 5 were to be added to each score, which of these three statistics would change?

(a) The mean only
(b) The median only
(c) The standard deviation only
(d) The mean and median only
(e) The mean and the standard deviation only




Math Test 2

 Bcs math



Math Question Set 2

51. x³-x² কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে -

(a) 2
(b) 4
(c) -6
(d) -8



52. (4x²-16) এবং 6x²+24x+24 এর গ. সা. গু. -

(a) x+2
(b) x+4
(c) x-2
(d) 2(x+2)



53. একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

(a) 6
(b) 8
(c) 12
(d) 24



54. log2(1/32) এর মান-

(a) 1/25
(b) -5
(c) 1/5
(d) -1/5



55. কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত?

(a) 250
(b) 100
(c) 200
(d) 300



56. কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত?

(a) 70
(b) 80
(c) 90
(d) 75



57. রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

(a) 21দিন
(b) 18দিন
(c) 7দিন
(d) 3 দিন



58. যদি Q P = 1 4 হয় তবে (P+Q) (P-Q) এর মান-

(a) 5/3
(b) 2/3
(c) 3/5
(d) 5/7



59. কোনটি সবচেয়ে ছোট?

(a) 2/11
(b) 3/11
(c) 2/13
(d) 4/15



60. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে ?

(a) ১২.৫০ টাকা
(b) ২০ টাকা
(c) ২৫ টাকা
(d) ১৫ টাকা



61. .1 x .01 x .001 .2 x .02 x .002 এর মান কত ?

(a) 1 80
(b) 1 800
(c) 1 8000
(d) 1 8



62. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। তাদের ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?

(a) ১৬
(b) ২৪
(c) ৩২
(d) ১২



63. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?

(a) ১১ টি
(b) ৮ টি
(c) ১০ টি
(d) ৯ টি



64. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?

(a) ২৩
(b) ২৪.৫
(c) ২৫
(d) ২৬.৫



65. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?

(a) ১৪০ টাকা
(b) ১২০ টাকা
(c) ১৪৪ টাকা
(d) ১২৪ টাকা



66. নিচের কোন সংখ্যাটি মৌলিক

(a) ৯১
(b) ১৪৩
(c) ৪৭
(d) ৮৭



67. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?

(a) 2
(b) 3
(c) 4
(d) 5



68. যদি (x-5)(a+x) = x²-25 হয়, তবে a এর মান কত ?

(a) -৫
(b) ৫
(c) ২৫
(d) -২৫



69. a+b+c= 0 হলে a 3 + b 3 + c 3 এর মান কত ?

(a) abc
(b) 3abc
(c) 6abc
(d) 9abc



70. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -

(a) সমকোণী
(b) স্থূলকোণী
(c) সমবাহু
(d) সূক্ষ্মকোণী



71. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?

(a) ৭৫০ টাকা
(b) ৭৫ টাকা
(c) ৭০০ টাকা
(d) ৭২০ টাকা



72. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?

(a) ২৫.৫ টাকা
(b) ২৫.৯৩ টাকা
(c) ৪০ টাকা
(d) ২৭ টাকা



73. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?

(a) ৬৪ মিটার
(b) ১৪৪ মিটার
(c) ১২৮ মিটার
(d) ৯৬ মিটার



74. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

(a) ৯১
(b) ৮৭
(c) ৬৩
(d) ৫৯



75. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?

(a) ০.৩
(b) √০.৩
(c) ১ ৩
(d) ২ ৫



76. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত?

(a) ৩৪০
(b) ৩৪১
(c) ৩৪২
(d) ৩৪৪



77. f(x)=x³+kx²-6x+9; k-এর মান কত হলে f(3)=0 হবে

(a) 1
(b) -1
(c) -2
(d) 0



79. একটি আয়তক্ষেএের দৈর্ঘ্য প্রস্ত্রের দ্ধিগুন । আয়তক্ষেএটির ক্ষেএফল 1250 র্বগমিটার হলে এর দৈর্ঘ্য কত ?

(a) 30
(b) 40
(c) 50
(d) 60



80. নিচের কোনটি বৃত্তের সমীকরণ ?

(a) ax²+bx+c=0
(b) y²=ax
(c) x²+y²=16
(d) y²=2x+7



81. a+ 1 a =3 হল a³+ 1 a³ এর মান কত ?

(a) 9
(b) 18
(c) 27
(d) 36



82. loga( m n ) = কত?

(a) logam - logan
(b) logam + logan
(c) logam . logan
(d) কোনটিই নয়



83. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটি অপরটির কী বলে ?

(a) সন্নিহিত কোণ
(b) সরলকোণ
(c) পূরককোণ
(d) সম্পূরক কোণ



84. বৃওের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে কী বলা হয় ?

(a) ব্যাস
(b) ব্যাসার্ধ
(c) বৃওচাপ
(d) পরিধি



85. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?

(a) একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
(b) একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
(c) একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান
(d) একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান



86. কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ?

(a) ৬:৫:৪
(b) ৩:৪:৫
(c) ১২:৮:৪
(d) ৬:৪:৩



87. একটি মিনারের পাদদেশে হতে 20 মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে মিনারটির উচ্চতা কত?

(a) 20√ 3 মিটার
(b) 20 √3 মিটার
(c) 20 মিটার
(d) 10 √3 মিটার



88. ১৩ ৩ ৪ % এর সমান ?

(a) ১১ ৮০
(b) ১১ ২০
(c) ১ ৯
(d) ১ ৮



89. ৩,৯,৪ এর চতুর্থ সমানুপাতিক কত ?

(a) ৪
(b) ১৪
(c) ১৬
(d) ১২



90. 3x³+2x²-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

(a) x+2
(b) x-2
(c) x+1
(d) x-1



91. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?

(a) ৬৪
(b) ৬০
(c) ৫০
(d) ৬২



92. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?

(a) ২০°
(b) ২২.৫°
(c) ২৩°
(d) ২৩.৫ °



93. ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো । ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?

(a) ১৫ কি.মি
(b) ২৫ কি.মি
(c) ২০ কি.মি
(d) ২৮ কি.মি



94. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?

(a) ১৮৭৫ ফুট
(b) ১৯৭৫ ফুট
(c) ১৯২৫ ফুট
(d) ২০১৫ ফুট



95. a – {a –(a+1)} = কত

(a) a
(b) a+1
(c) a-1
(d) 1



96. যদি a 3 - b 3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?

(a) 35
(b) 45
(c) 54
(d) 55



97. (x+3)(x-3) কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?

(a) - 3
(b) - 6
(c) 6
(d) 3



98. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?

(a) n √2-1
(b) n+√2
(c) √2n
(d) √2(n+1)



99. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১ ৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-

(a) ১৫ টি
(b) ২০ টি
(c) ২৫ টি
(d) ১৮ টি



100. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার।নদী পথে ৪৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-

(a) ৯ ঘন্টা
(b) ১২ ঘন্টা
(c) ১০ ঘন্টা
(d) ১৮ ঘন্টা




Math test


Math test

Math Question Set 1

1. ১,১,২,৩,৫,৮,১৩,২১,........ ধারার ১০ম পদটি কত ?

(a) ৩৪
(b) ৫৫
(c) ৪৮
(d) ৬৪



2. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?

(a) ৫ দিন
(b) ২৫ ৪৯ দিন
(c) ৪৯ ২৫ দিন
(d) ৭ দিন



3. একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত ?

(a) ৬০ বর্গমিটার
(b) ৯৬ বর্গমিটার
(c) ৭২ বর্গমিটার
(d) ৬৪ বর্গমিটার



4. যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A ∩ B নির্দেশ করবে ?

(a) {3, 18, 30}
(b) {3, 5, 15, 18, 20, 30}
(c) {5, 15, 20}
(d) কোনটিই নয়



5. (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?

(a) (1,1)
(b) (1, 3)
(c) (-1,-1)
(d) (-3, 1)



6. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি: ছোট; কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় ।অতিভুজের দৈর্ঘ্য কত ?

(a) ১০ সে:মি:
(b) ৮ সে:মি:
(c) ৪ সে:মি:
(d) ৬ সে:মি:



7. একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?

(a) ২৬৪০ টি
(b) ১৩২০ টি
(c) ৩৬০০ টি
(d) ৫২৪০ টি



8. (∛3 × ∛4)⁶ = কত?

(a) 12
(b) 48
(c) 36
(d) 144



9. m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত?

(a) x+y xy
(b) x+y m+n
(c) mx+ny m+n
(d) mx+ny mn



10. যদি abx-3= bax-5 হয়, তবে x এর মান কত?

(a) 8
(b) 3
(c) 5
(d) 4



11. a 3 3 3 = কত ?

(a) a
(b) 1
(c) a 13
(d) a 3



12. 4 x + 4 x + 4 x + 4 x এর মান নিচের কোনটি ?

(a) 16 x
(b) 4 4x
(c) 2 2x+2
(d) 2 8x



13. রকীব সাহেব ৩,৭৩,৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ৭ ১ ২ বছর পর তিনি আসল টাকার ১ ১ ৪ অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?

(a) ১২ ১ ২ %
(b) ১৬ ২ ৩ %
(c) ৮ ১ ৩ %
(d) ১১ ১ ৯ %



14. নিচের কোনটি (√5 - √3) এর সমান ?

(a) √2
(b) 1 2(√5- √(3))
(c) 1 √5 + 1 √3
(d) 2 √3+ √5



15. 36 . 2 3x-8 = 3 2 হলে x এর মান কত?

(a) 7 3
(b) 3
(c) 8 3
(d) 2



16. একটি ত্রিভূজের দু’টি কোণের পরিমাণ ৩৫ ডিগ্রী ও ৫৫ ডিগ্রী । ত্রিভূজটি কোন ধরনের?

(a) সমকোণী
(b) সমবাহু
(c) সমদ্বিবাহু
(d) স্থুলকোণী



17. xy এর সাথে কত যোগ করলে যোগফল yx হবে?

(a) x²-y²xy
(b) 2x²-y²xy
(c) y²-x²xy
(d) x²-2y²xy



18. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি. এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

(a) ২৪ সে. মি.
(b) ১৮ সে. মি.
(c) ৩৬ সে. মি.
(d) ১২ সে, মি.



19. x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় হবে?

(a) x + y + 1
(b) xy
(c) xy + 2
(d) x + y



20. ৭ সে. মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত?

(a) ৯৮ ব. সে. মি.
(b) ৪৯ ব. সে. মি.
(c) ১৯৬ ব. সে. মি.
(d) ১৪৬ ব. সে. মি.



21. কোনো ত্রিভূজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

(a) ১৮০ ডিগ্রী
(b) ১৫০ ডিগ্রী
(c) ২৭০ ডিগ্রী
(d) ৩৬০ ডিগ্রী



22. ১, ৩, ৬, ১৫, ২১ . . . . . . . ধারাটির দশম পদ কত?

(a) ৪৫
(b) ৫৫
(c) ৬৫
(d) ৬২



23. 2 ( 6 +2) = কত?

(a) √3+√ 2
(b) 3 - √2
(c) √3 - √2
(d) √3 + 2



24. x²-8x-8y+y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হয়?

(a) 4xy
(b) 2xy
(c) 6xy
(d) 8xy



25. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

(a) ৫০%
(b) ২০%
(c) ৩০%
(d) ৩৩%



26. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(a) ৩ গুণ
(b) ৯ গুণ
(c) ১২ গুণ
(d) ১৬ গুণ



27. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

(a) ১৮০ ডিগ্রী
(b) ২৭০ ডিগ্রী
(c) ৫৪০ ডিগ্রী
(d) ৩৬০ ডিগ্রী



28. ABCD চতুর্ভূজে AB||CD, AC=BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভূজ কোনটি?

(a) সামন্তরিক
(b) রম্বস
(c) ট্রাপিজিয়াম
(d) আয়তক্ষেত্র



29. কোন ভগ্নাংটি ক্ষুদ্রতম?

(a) ৫ ৬
(b) ১২ ১৫
(c) ১১ ১৪
(d) ১৭ ২১



30. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

(a) ৯
(b) ১২
(c) ১৪
(d) ১৫



31. .৪৭ . কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?

(a) ৪৭ ৯০
(b) ৪৩ ৯০
(c) ৪৩ ৯৯
(d) ৪৭ ৯৯



32. x² – y² + 2y -1 এর একটি উৎপাদক -

(a) x + y + 1
(b) x - y
(c) x + y -1
(d) x – y – 1



33. log28 = কত?

(a) ৪
(b) ৩
(c) ২
(d) ১



34. x³+x²y, x²y+xy² এর ল. সা. গু কোনটি?

(a) xy
(b) x+y
(c) xy(x+y)
(d) x²y(x+y)



35. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশী। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?

(a) ৬ মিটার
(b) ১০ মিটার
(c) ১৮ মিটার
(d) ১২ মিটার



36. একটি সমবাহু বিভূজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়লে এর ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য কত?

(a) ১ মিটার
(b) ২ মিটার
(c) ৩ মিটার
(d) ৪ মিটার



37. x – 1 x =7 হলে x³- 1 x³ ; এর মান কত?

(a) ৩৩৪
(b) ১৫৪
(c) ৩৬৪
(d) ৫১২



38. সেট A={xϵN: x²>8, x³<30} হলে x এর সঠিক মান কোনটি?

(a) 2
(b) 3
(c) 4
(d) 5



39. 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

(a) 3147
(b) 2287
(c) 2987
(d) 2187



40. যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?

(a) 1/8
(b) 1/6
(c) 3/4
(d) 5/24



41. যদি (64)^2/3 + (625)^1/2-3h হয় তবে h এর মান কত?

(a) 9 (2/3)
(b) 11 (1/3)
(c) 12 (2/5)
(d) 13 (2/3)



43. দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত?

(a) 36
(b) 37
(c) 39
(d) 40



44. (x-4)² + (y+3)²=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংনাক কত?

(a) (0,0)
(b) (4,-3)
(c) (-4,3)
(d) (10,10)



45. f(x)=x³-2x+10 হলে f(0) কত?

(a) 1
(b) 5
(c) 8
(d) 10



46. 1²+2²+3²+..........+x² এর মান কত?

(a) x(x+1)(2x+1) 6
(b) x(x+1) 2
(c) x
(d) {x(x+1)/2}²



47. যদি a+b=2, ab=1হয় তবে a এবং b এর মান যথাক্রমে

(a) 0,2
(b) 1,1
(c) -1,3
(d) -3,4



48. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?

(a) ২২%
(b) ২৫%
(c) ২০%
(d) ৩০%



49. 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান-

(a) x=1,y=-1
(b) x=1,y=1
(c) x=-1,y=-1
(d) x=-1,y=1



50. যদি a²+ 1 a² =51হয় তবে (a+1) a এর মান কত?

(a) +-9
(b) +-7
(c) +-5
(d) +-3












@MATH 3

101. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, __ পরবর্তী সংখ্যাটি কত?

(a) ১০১
(b) ১০২
(c) ৭৫
(d) ৫৯



102. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

(a) ২.০৫৭৩৪
(b) ০.০২৫৭৩৪
(c) ০.০২০৫৭৩৪
(d) ২০.৫৭৩৪৪০



103. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?

(a) ৩৬০০
(b) ২৪০০
(c) ১২০০
(d) ৩০০০



104. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ - এর মিশ্র অনুপাত কত?

(a) ৭২:১০৫
(b) ৭২:৩৫
(c) ৩৫:৭২
(d) ১০৫:৭২



105. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

(a) √2+√3 2
(b) √2.√3 2
(c) 1.5
(d) 1.8



106. P-এর মান কত হলে 4x²-px+9 একটি পূর্ণ বর্গ হবে?

(a) 10
(b) 9
(c) 16
(d) 12



107. x²-8x-8y+16+y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?

(a) 4xy
(b) 2xy
(c) 6xy
(d) 8xy



108. 2x²-x-3 এর উৎপাদক কী কী ?

(a) (2x+3)(x+1)
(b) (2x+3)(x-1)
(c) (2x-3)(x-1)
(d) (2x-3)(x+1)



109. a 4 +4 এর উৎপাদক কী কী ?

(a) (a²+2a+2)(a²+2a-2)
(b) (a²+2a+2)(a²-2a+2)
(c) (a²-2a+2)(a²+2a-2)
(d) (a²-2a-2)(a²+2a-2)



110. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌°হলে এর বাহুর সংখ্যা কত?

(a) ৪
(b) ৭
(c) ৯
(d) ৮



111. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

(a) PC=PD
(b) PA=AB
(c) PB=PA
(d) PB=PD



112. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -

(a) বর্গক্ষেত্র
(b) চতুর্ভুজ
(c) রম্বস
(d) সামান্তরিক



113. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?

(a) ৬৪√৩ বর্গমিটার
(b) ১৯২বর্গমিটার
(c) ৬৪ বর্গমিটার
(d) ৩২√৩ বর্গমিটার



114. a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?

(a) 12
(b) 10
(c) 6
(d) কোনটিই নয়



115. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে?

(a) ২৫ দিনে
(b) ৩০ দিনে
(c) ৩৫ দিনে
(d) ৪০দিনে



116. x +y = 6 এবং xy = 8 হলে (x - y)² এর মান কত?

(a) 4
(b) 6
(c) 8
(d) 12



117. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?

(a) 98 মিটার
(b) 96 মিটার
(c) 94 মিটার
(d) 92 মিটার



118. y = 3x +2m, y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?

(a) একটি সমকোণী ত্রিভূজ
(b) একটি সমবাহু ত্রিভূজ
(c) একটি সমদ্বিবাহু ত্রিভূজ
(d) একটি বিষমবাহু ত্রিভূজ



119. যদি ১৫ টি পোশাকের মধ্যে ৪০ ভাগ পোশাক শার্ট তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

(a) ৬
(b) ৯
(c) ১২
(d) ১০



120. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

(a) ১ ১১
(b) ৩ ৩১
(c) ২ ২১
(d) √০.০২



121. ১,১,২,৩,৮, এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

(a) ২১
(b) ১৩
(c) ১৯
(d) ১৬



122. ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

(a) ১৪৬
(b) ৯৯
(c) ১০৫
(d) ১০৭



123. ৪০ সংখ্যাটি a হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

(a) a+১১=৪০
(b) a+৪০=১১
(c) a=৪০+১১
(d) a=৪০+১



124. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

(a) 9
(b) 10
(c) 1
(d) -1



125. ১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?

(a) ০.০১১১১
(b) ১.১১১১
(c) ১১.১১০১
(d) ১.১০১১১



126. ১.১৬ - এর সাধারন ভগ্নাংশ কোনটি?

(a) ১১/৬
(b) ১৮/৪৫
(c) ১১৬/৯৯
(d) ১৪/২৫



127. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ ,মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(a) ১৬ বর্গমিটার
(b) ১৫ বর্গমিটার
(c) ১৭ বর্গমিটার
(d) ১৪ বর্গমিটার



128. ১ ২ + ২ ২ + ৩ ২ + . . . . . . . . + ৫০ ২ = কত?

(a) ৩৫৭২৫
(b) ৪২৯২৫
(c) ৪৫৫০০
(d) ৪৭২২৫



129. ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(a) ৪৫%
(b) ৪৮.৫০%
(c) ৫২.৭৫%
(d) ৫৬.২৫%



130. এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় -

(a) ৪৫% কমানো হয়েছে
(b) ৬.২৫% কমানো হয়েছে
(c) ৫% বাড়ানো হয়েছে
(d) ৬.২৫% বাড়ানো হয়েছে



131. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

(a) ৭
(b) ৯
(c) ১০
(d) ১২



132. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

(a) ৪০
(b) ৪৮
(c) ৫০
(d) ৬০



133. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

(a) ৩৮ বছর
(b) ৪১ বছর
(c) ৪৫ বছর
(d) ৪৮ বছর



134. যদি (x-y)² = 14 এবং xy = 2 হয়, তবে x²+y² = কত?

(a) 12
(b) 14
(c) 16
(d) 18



135. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(a) ৪
(b) ৯
(c) ১২
(d) ১৬



136. একটি সমদ্বিবাহু সমকোণূ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

(a) ৩৬
(b) ৪৮
(c) ৫৬
(d) ৭২



137. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

(a) ৮
(b) ১২
(c) ১৮
(d) ২২



138. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

(a) ২৪
(b) ৩৬
(c) ৪৮
(d) ৫০



139. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ১ ৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংটি কত?

(a) ৭ ৯
(b) ৯ ১১
(c) ১১ ১৩
(d) ১৩ ১৫



140. কোন সংখ্যাটি বৃহত্তম?

(a) ০.৩
(b) ১ ৩
(c) √০.৩
(d) ২ ৫



141. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

(a) ১৫%
(b) ১০%
(c) ১২%
(d) ১১%



142. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?

(a) ৪%
(b) ৬%
(c) ৫%
(d) ৭%



143. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ১০০



144. কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

(a) ৭৩০
(b) ৭৩৫
(c) ৮০০
(d) ৭৮০



145. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

(a) ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
(b) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
(c) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
(d) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫



146. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

(a) ৬৫ বছর
(b) ২৮ বছর
(c) ৩৩ বছর
(d) ৫৩ বছর



147. ৬০ মিটারবিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

(a) ৮:২২:৩০
(b) ১০:২০:৩০
(c) ৯:২১:৩০
(d) ১২:২০:২৮



148. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?

(a) 35
(b) 140
(c) 70
(d) 144



149. ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?

(a) ১ ৪
(b) ১ ২
(c) ১ ৮
(d) ১ ১৬



150. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-

(a) ৯
(b) ১২
(c) ১৪
(d) ১৫

দেশ রাজধানী ও মূদ্রা



দেশের নাম    রাজধানীর নাম    মুদ্রার নাম
বাংলাদেশে     ঢাকা     টাকা
পাকিস্তান    ইসলামাবাদ    রূপী
ভারত    নয়াদিল্লী    রূপী
ভুটান    থিম্পু    গুলট্রাম
শ্রীলংকা    জায়াবর্ধনপুর কোর্টে    রূপী
মালদ্বীপ    মালে    রূপীহা
নেপাল    কাঠমুন্ডু    রূপী
আফগানিস্তান    কাবুল    আফগানী
মায়ানমার    নাইপিদাও    কিয়াট
ভিয়েতনাম    হ্যানয়     ডং
থাইল্যান্ড     ব্যাংকক     বাথ
 কম্বোডিয়া     নমপেন     রিয়াল
পূর্ব তিমুর     দিলি     ডলার
 ইন্দোনেশিয়া     জাকার্তা     রূপীহা
 মালয়েশিয়া     কুয়ালালামপুর     রিংগিট
সৌদি আরব     রিয়াদ     রিয়াল
 ইরান     তেহরান     রিয়াল
 ইরাক     বাগদাদ     দিনার
 ইয়েমেন     সানা     রিয়াল
ইসরাইল     জেরুজালেম     শেকেল
 ওমান     মাস্কট     রিয়াল
 কাতার     দোহা     রিয়ার
জর্ডান     আম্মান     দিনার
 তুরস্ক     আংকারা     লিরা
সিরিয়া      দামেস্ক     পাউন্ড
 উত্তর কোরিয়া     পিয়ংইয়ং     ওয়ান
দক্ষিন কোরিয়া     সিউল    ওয়ান
 চীন     বেইজিং     ইউয়ান
জাপান      টোকিও     ইয়েন
তুর্কমেনিস্তান     আশখাবাদ     মানাত
 উজবেকিস্তান     তাসখন্দ     সোম
 কাজাখস্তান     আস্তানা     টেনডো
জার্মানি     বার্লিন     ইউরো
 পোল্যান্ড     ওয়ারস     জলটি
 আলবেনিয়া     তিরানা     লেক
বুলগেরিয়া     সোফিয়া     লেভ
 সার্বিয়া    বেলগ্রেড     দিনার
 মন্টিনিগ্রো     পোডগোরিকো     ইউরো
বসনিয়া     সারায়েভো     দিনার
 স্লোভাকিয়া     ব্লাটিস্লোভা     ইউরো
 স্লোভেনিয়া     লুবজানা     ইউরো
 কসোভো     প্রিস্টিনা     ইউরো
 অষ্ট্রিয়া     ভিয়েনা     ইউরো
 আয়ারল্যান্ড     ডাবলিন     ইউরো
 ইতালি     রোম     ইউরো
ভ্যাটিক্যান     ভ্যাটিকেন সিটি     ইউরো
 গ্রীস     এথেন্স     ইউরো
 নেদারল্যান্ড     আমস্টারডাম     ইউরো
 পর্তুগাল     লিসবন     ইউরো
 ফিনল্যান্ড     হেলসিংকি     ইউরো
ফ্রান্স     প্যারিস     ইউরো
 বেলজিয়াম     ব্রাসেল্স     ইউরো
 মাল্টা    ভ্যালটা      ইউরো
 সাইপ্রাস     নিকোশিয়া     ইউরো
স্পেন     মাদ্রিদ     ইউরো
 লুক্সোমবার্গ     লুক্সেমবার্গ     ইউরো
 এস্তোনিয়া     তাল্লিন     ইউরো
 মোনাকো     মোনাকো সিটি     ইউরো
লাটভিয়া     রিগা     ইউরো
 আইসল্যান্ড     রিকজার্ভিক     ক্রোনা
 ডেনমার্ক     কোপেনহেগেন     ক্রোনা
 নরওয়ে     অসলো    ক্রোনা
 বৃটেন     লন্ডন     পাউন্ড স্টার্লিং
রাশিয়া     মস্কো     রুবল
 সুইডেন    স্টকহোম      ক্রোনা
 তুরস্ক     আঙ্কারা     লিরা
লিবিয়া     ক্রিপোলী     দিনার
 মিশর     কায়রো     পাউন্ড
 নাইজেরিয়া     আবুজা     নাইরো
 সুদান     খার্তুম     পাউন্ড
 কেনিয়া     নাইরোবি     শিলিং
 মোজাম্বিক     মাপুটো     মেটিকাল
মাদাগাস্কার     আলতানানরিডো     ফ্রাংক
 মালি     বামাকো    ফ্রাংক
 মৌরিতানিয়া     নোয়াকচট     উজুইয়া
 নামিবিয়া     উইন্ডহুক    র‌্যান্ড
সোয়াজিল্যান্ড     মেবেন     লিলানগিনি
 তাঞ্জানিয়া     দারুস সালাম     শিলিং
 জিম্বাবুয়ে     হারারে     ডলার
 কঙ্গো     কিনসাসা     জায়ার
 মরক্কো     রাবাত     দিরহাম
উগান্ডা     কাম্পালা     শিলিং
 মরিসাস     পোর্ট লুইস     রুপী
 দক্ষিণ আফ্রিকা     কেপটাউন     র‌্যান্ড
 ঘানা     আক্রা     সেডি
আইভরিকোস্ট     আবিদজান     ফ্রাংক
 আলজেরিয়া    আলজিয়ার্স      দিনার
 সোমালিয়া     মোগাদিসু     শিলিং
 সেনেগাল     ডাকার     ফ্রাংক
তিউনিসিয়া     তিউনিস     দিনার
 টোগো     লোম     ফ্রাংক
 সিয়েরালিয়ান     ফ্রি টাউন     লিওন
 ইথিওপিয়া     আদ্দিস আবাবা     বির
 জিবুতি     জিবুতি    ফ্রাংক
যুক্তরাষ্ট্র     ওয়াশিংটন ডিসি     ডলার
 কানাডা     অটোয়া     কানডিয়ান ডলার
 মেক্সিকো     মেক্সিকো সিটি     পেসো
 হন্ডুরাস     তেগুসিগাপলা     ল্যামপিয়া
কোস্টারিকা     স্যানজোসে     কোলন
 কিউবা     হাভানা     পেসো
 ত্রিনিদাদ ও টোবাগো     পোর্ট অব     স্পেন ডলার
 বারবাডোজ     ব্রিজটাউন     ডলার
জ্যামাইকা    কিংস্টোন      ডলার
 হাইতি     পোর্ট অব প্রিন্স     গুর্ডে
 চিলি     সান্টিয়াগো     পেসো
ব্রাজিল     ব্রাসিলিয়া      ব্রাজিলিয়ান রিয়াল
উরুগুয়ে     মন্টিভিডিও     পেসো
 প্যারাগুয়ে     আসুনসিয়ন     গুয়রানি
 পেরু     লিমা     নিউভু সোল
 গায়ানা     জর্জ টাউন     গায়ানা ডলার
 কলম্বিয়া    বোগোতা      পেসো
ভেনিজুয়েলা     কারাকাস     বলিভার
 আর্জেন্টিনা     বুয়েন্স     আর্য়াস
 সুরিনাম     প্যারামারিবো     পেসো
 ইকুয়েডর     কিটো     মার্কিন ডলার
বলিভিয়া     লাপাজ     বলিভিয়েনো
 অস্ট্রেলিয়া     ক্যানবেরা     অস্ট্রেলিয়ান ডলার
 নিউজিল্যান্ড     ওয়েলিংটন     ডলার
 ফিজি     সুভা     ডলার